রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলীর তমালতলা এলাকায় পদ্মা নদীর পাড়ে গ্যাসের বুদবুদ দেখা দিয়েছে। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে বাপেক্সের (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাসের নমুনা সংগ্রহ করে।
বাপেক্সের প্রাথমিক পরীক্ষায় গ্যাসে মিথেনের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞ দল জানায়, গ্যাসের উৎস ও পরিমাণ নির্ধারণে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে। খুব স্বল্প সময়ের মধ্যেই বিস্তারিত প্রতিবেদন প্রকাশের আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরেই পদ্মার পাড়ে নির্দিষ্ট স্থানে বুদবুদ আকারে গ্যাস বের হতে দেখা যাচ্ছিল। এ দৃশ্য দেখতে এলাকাবাসীর ভিড় জমেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে।
প্রেমতলীর তমালতলা এলাকায় গ্যাসের এ উপস্থিতি রাজশাহীর জ্বালানি সম্ভাবনা নিয়ে নতুন আশার সঞ্চার করেছে।