এইচএসসি ২০২৫ পরীক্ষার ফলাফলে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ২,৪৫৪ জন। প্রতিষ্ঠানটির মোট পরীক্ষার্থী ছিল ৩,২৫১ জন, পাস করেছেন ৩,২২৬ জন।
ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে বাঁধভাঙা উল্লাস—শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন। অভিভাবক মবিনুর রহমান মামুন বলেন, “আমার ছেলে আলভি রহমান জিপিএ-৫ পেয়েছে, পরিবার ও কলেজের স্বপ্ন পূরণ হয়েছে।” শিক্ষার্থীদের অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, মেডিকেলসহ উচ্চশিক্ষার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।
কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, “এবার ভালো ফল হয়েছে। অতীতে শতভাগ পাস হলেও এবার করোনা-পরবর্তী বাস্তবতা ও সারাদেশে কম পাসের হারের কারণে কিছু শিক্ষার্থী ফেল করেছে।” প্রতিষ্ঠানের ৮জন অসুস্থতাসহ অনুপস্থিত ছিল।
জাতীয়ভাবে এবার এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩%—গতবারের তুলনায় ১৯% কম। সারা দেশে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, এতে মেধাসম্পন্ন কলেজগুলোর ফলাফল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।