রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার লালবাগ গ্রামের মাওলানা আকমাল হোসেনের ছোট ছেলে ও পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন অব গোদাগাড়ী (পুসাগ)-এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাকসু নির্বাচনে সমাজসেবা ও মানব উন্নয়ন সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, বইসাম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে একমাত্র বিজয়ী প্রার্থী হিসেবে ইতিহাস গড়লেন আহসান লাবিব।
এর আগে জুলাই বিপ্লব চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সক্রিয় নেতৃত্ব দিয়ে শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তার এই বিজয় জাবি শিক্ষার্থীদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন।