আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট কেন্দ্র ও প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাচ্ছে। এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ; গতবারের (২০২৪) তুলনায় পাস কমেছে ১৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। ঢাকা ৬৪.৬২%, রাজশাহী ৫৯.৪০%, কুমিল্লা ৪৮.৮৬%, যশোর ৫০.২০%, চট্টগ্রাম ৫২.৫৭%, বরিশাল ৬২.৫৭%, সিলেট ৫১.৮৬%, দিনাজপুর ৫৭.৪৯%, ময়মনসিংহ ৫১.৫৪%, মাদরাসা বোর্ডে ৭৫.৬১%, কারিগরি বোর্ডে ৬২.৬৭%।
ফলাফলে মেয়েরা এগিয়ে আছে; শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে, বেড়েছে শতভাগ ফেল। এ বছর ২০২টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।
পরীক্ষা শুরু হয় ২৬ জুন, শেষ ১৯ আগস্ট। কিছু বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর শেষ হয়েছে। নিয়ম অনুসারে লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ হচ্ছে।
এ বছর ১১বোর্ডে ১২,৫১,১১১ জন ফরম পূরণ করলেও ২৭,০০০ জন পরীক্ষা দেয়নি, প্রায় ১২ লাখ শিক্ষার্থী ফলের অপেক্ষায়।
ফল দেখার পদ্ধতি: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের EIIN দিয়ে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা EIIN এন্ট্রি করে Result sheet download করতে পারবে। Short Code-16222 তে SMS দিলে ফিরতি বার্তায় ফল পাওয়া যাবে।
পুনঃনিরীক্ষণের আবেদন নিতে https://rescrutiny.eduboardresults.gov.bd—১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।