রোমানিয়ার পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে একাডেমিক, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই সমঝোতার অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সমঝোতা স্মারকটি সই করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ্নাজ গাজী এবং রোমানিয়ার প্লয়েস্ত শহরে অবস্থিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের রেক্টর ড. এলিন দিনিতা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
এতে বলা হয়, সমঝোতা স্মারকের অধীনে প্রতি বছর ৬ থেকে ১০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে পিএইচডি এবং মাস্টার্স প্রোগ্রামের বিভিন্ন বিভাগে বৃত্তি দেওয়া হবে। সমঝোতা অনুযায়ী টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন সুবিধা এবং খাবারের জন্য আংশিক খরচ বহন করবে এ বৃত্তি। তবে এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের অবশ্যই প্রকৌশলের বিভিন্ন বিভাগের অধীনে পূর্ববর্তী শিক্ষা থাকতে হবে।
পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামের সময়সীমা ২ বছর ও পিএইচডি প্রোগ্রাম সাড়ে ৪ বছর।
রাষ্ট্রদূত শাহ্নাজ গাজী বলেন, বাংলাদেশের সঙ্গে রোমানিয়ার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং দিন দিন সম্পর্কের গভীরতা বাড়ছে। একইসঙ্গে বাংলাদেশেও জ্বালানি, বিদ্যুৎ ও শক্তির ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। টেকসই উন্নয়নের দিকে ধাবিত হতে প্রয়োজন জ্বালানি ও শক্তির সঠিক ব্যবহার। এ ক্ষেত্রে বিশেষায়িত শিক্ষায় ডিগ্রি নেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা দেশের পরিবেশ রক্ষা ও শক্তি শিল্পের জন্য হতে পারে এক অনন্য মাইলফলক।
স্কলারশিপ প্রোগ্রাম কবে থেকে চালু হবে জানতে চাইলে দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান শেখ কৌশিক ইকবাল জানান, আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ প্রোগ্রামটি কার্যকর হবে। এক্ষেত্রে আগামী এপ্রিল থেকে আবেদন শুরু হবে। মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে গেলে প্রার্থীদের প্রকৌশলে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া আইইএলটিএসে ন্যূনতম ৬ থাকতে হবে। খুব শিগগির স্কলারশিপ প্রোগ্রামের বিস্তারিত দূতাবাসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত পেট্রোলিয়াম-গ্যাস বিশ্ববিদ্যালয় ইউরোপীয় ইউনিয়নের পেট্রোলিয়ম ও গ্যাস-সংক্রান্ত একমাত্র বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ১৫ টি বিভাগে মাস্টার্স করা যায় এবং মেকানিক্যাল, ইলেকট্রিকাল, কেমিক্যাল, অটোমেশন, পেট্রোলিয়ম ও গ্যাসসহ ৫টি বিষয়ে পিএইচডি প্রোগ্রাম রয়েছে।